বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট: জকিগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ছাতকের সুমন চন্দ্র সরকার। শনিবার সকাল ১০টার দিকে তিনি জকিগঞ্জ থানায় যোগদান করেন। এ-র আগে শুক্রবার রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকে সুমন চন্দ্র সরকারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, সেকেন্ড অফিসার ফয়জুল করিম, এস আই আশীষ প্রমুখ।
সুমন চন্দ্র সরকারের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকের ছাতকের মন্ডলি ভোগ গ্রামে। তিনি ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২০২০ সালের ২২ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় সার্কেল ইনপেক্টর হিসবে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে ২০২১ সালের ২৮ মার্চ গোলাপগঞ্জ মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) এর দায়িত্বগ্রহণ করেন। গত ২৫ মে পুলিশ সুপার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে জকিগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়।