বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ফের সক্রিয় হয়ে উঠেছে করোনা ভাইরাস। উপজেলায় নতুন করে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে কোন সুস্থতা নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহীনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন- ফের সক্রিয় হয়ে উঠেছে করোনা ভাইরাস। আমরা সব সময় বলে থাকি, সবাইলে মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। তারপরও মানুষ উদাসিন। নিজের সুরক্ষা, পরিবারের সুরক্ষার জন্য অবশ্যই স্বাস্থ্য বিধি মানার অভ্যাস করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখন পর্যন্ত উপজেলার নতুন ৭ জনসহ করোনার রোগীর সংখ্যা ৪'শ ৬০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৪ জন।