বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২'শ ৩ পিছ ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সিনএজি অটোরিকশাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৭ জুন) রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে জুয়েল মিয়া (১৯) ও জালালাবাদ থানার মীরেরগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে রকিব (২৮)।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।