Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৫ জুন, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-06-24T19:40:17Z
আন্তর্জাতিকগোলাপগঞ্জলিড নিউজ

সৌদিতে সড়ক দূর্ঘটনায় গোলাপগঞ্জের একই গ্রামের ২ প্রবাসী নিহত, আহত ৪

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় গোলাপগঞ্জের আনোয়ার হোসেন (৩০) ও হরমুজ আলী (৪৫) নামে দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। বৃস্পতিবার বিকালে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার শরীফগঞ্জ ইউপির কালিকৃষ্ণপুর গ্রামের আবুবকর মিয়ার ছেলে ও হরমুজ আলী একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

এঘটনায় শরীফগঞ্জ ইউপির আরও ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন- কালিকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম (৪৮), ইসলামপুর গ্রামের তাহের মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), কালিকৃষ্ণপুর গ্রামের ছাদিকুর রহমান (২৩) ও সাইকুল ইসলাম (২৩)।

জানা যায়, বৃস্পতিবার বিকালে সৌদি আরবের জেদ্দায় কাজ থেকে ফেরার পথে ট্যাংকলরির সাথে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই আনোয়ার হোসেন ও হরমুজ আলী মৃত্যুবরণ করেন। এঘটনায় শরীফগঞ্জ ইউপির আরও ৪জন আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এতথ্য নিশ্চিত করেছেন তাদের সাথে থাকা প্রবাসী ইমামুল ইসলাম।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ