বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট ৩ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক, সিলেট জেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য ও সিলেট মহানগর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামীম ইকবাল।
মনোনয়ন সংগ্রহ শেষে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শামীম ইকবাল বলেন দক্ষিন সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে একটি মডেল সংসদীয় আসন উপহার দিতে চাই । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।