বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট পেলেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়। সোমবার (৭ জুন) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয় তাকে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা যায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয় তাঁকে।
ওসি বিনয় ভূষণ রায় বলেন, ‘এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো। আমাকে উৎসাহিত করার জন্য পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞ।’