Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুন, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-06-01T12:17:19Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জের ময়না মিয়াকে যেভাবে হত্যা করে তার স্ত্রী

বিজ্ঞাপন
ময়না মিয়া ও তার প্রথম স্ত্রী ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় নিহত গোলাপগঞ্জের ময়না মিয়ার খুনি প্রথম স্ত্রী ফাতেমা খাতুন শিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে পুরো ঘটনাই পুলিশের কাছে তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার (১ জুন) দুপুর একটার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ বলেন, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা খাতুন জানিয়েছেন, গত ২৩ মে ময়না মিয়া কড়াইল বস্তিতে তার বাসায় ছিলেন। পারিবারিক কলহ, টাকা-পয়সা বন্টন ও একাধিক বিয়েকে কেন্দ্র করে মনোমালিন্য আরো চরম আকার ধারণ করে। পরে ময়না মিয়াকে হত্যার পরিকল্পনা করেন ফাতেমা। সে মোতাবেক দুই পাতা ঘুমের ওষুধ কিনে এনে বেশ কয়েকটা ট্যাবলেট জুসের সঙ্গে মিশিয়ে ময়না মিয়াকে খাওয়ানো হয় শুক্রবার রাতে। এতে ভিকটিম সারারাত ও পরের দিন অচেতন থাকার পর শনিবার সন্ধ্যার দিকে কিছুটা জ্ঞান ফিরে পায়। ঘুম থেকে উঠে আবার স্ত্রীকে গালমন্দ করে আক্রমণ করতে গেলে নিজেই বিছানায় লুটিয়ে পড়েন।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, তার স্বামী ময়না মিয়া পানি পানি বলে আর্তনাদ করলে ফাতেমার ঘুমের ট্যাবলেট মেশানো জুস আবার তার মুখে ঢেলে দেয়। এক পর্যায়ে ময়না মিয়া নিস্তেজ হয়ে খাটে পড়ে গেলে ফাতেমা তার ওড়না দিয়ে ময়নার দুই হাত শরীরের সঙ্গে বেঁধে রাখে এবং মুখ স্কচটেপ দিয়ে আটকে দেয়।

পরে ময়না মিয়ার বুকের উপরে বসে চাকু দিয়ে গলা কাটা শুরু করেন ফাতেমা। কিছুটা গলা কাটার পর ময়না মিয়া ধস্তাধস্তি করে ফাতেমার হাতে খামছি ও কামড় বসিয়ে দেয়। এতে ফাতেমার রাগ আরো বেড়ে যায়। এক পর্যায়ে তারা দু’জনই খাট থেকে নিচে পড়ে গেলে, ফাতেমা আবার ময়না মিয়ার বুকের উপর বসে গলার বাকি অংশ কেটে দেয়। সারারাত এবং পরদিন রবিবার সারাদিন লাশ ওভাবেই ফ্লোরে পড়ে ছিল।

হত্যার ২৪ ঘণ্টা পর রবিবার রাতে ধারালো দা দিয়ে লাশ টুকরো টুকরো করেন ফাতেমা। পরে এক হাজার ৩০০ টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে প্রথমে শরীরের মূল অংশ ফেলা হয়, এরপর মহাখালী বাস স্ট্যান্ডে দুই হাত দুই পা ভর্তি আরেকটি ব্যাগ ফেলে বাসায় চলে আসেন ফাতেমা। পরে খণ্ডিত মস্তকটি একটি লাল ব্যাগে ভরে বনানী ১১ নম্বর ব্রিজের গুলশান লেকে ফেলে দেয়। পরে তিনি বাসায় গিয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে থাকেন। ধারণা ছিল ময়না মিয়ার লাশ কেউ শনাক্ত করতে পারবে না। ফাতেমাও সন্দেহের বাইরে থাকবেন।

গ্রেপ্তার প্রথম স্ত্রী ফাতেমা

ডিবির এই কর্মকর্তা আরো বলেন, ময়না মিয়ার পরিচয় শনাক্ত এরপর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফাতেমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তিনি ঘটনার সবকিছু স্বীকার করেছেন। তার দেখানো মতেই ভিকটিমের রক্তমাখা জামাকাপড়, ধারালো ছুরি ও দা, বিষাক্ত পেয়ালা ও শিলপাটা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী। মামলাটি আরও অধিকতর তদন্ত করে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।

রাজধানীর মহাখালীতে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় নিহত গোলাপগঞ্জের ময়না মিয়ার খুনি প্রথম স্ত্রী ফাতেমা খাতুন শিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে পুরো ঘটনাই পুলিশের কাছে তুলে ধরেছেন তিনি।

এদিকে স্বামীকে নৃশংসভাবে হত্যার পরেও কোনো অনুশোচনা কাজ করছে না ময়না মিয়ার স্ত্রী ফাতেমার মধ্যে। উল্টো তদন্ত সংশ্লিষ্টদের বলেন, হত্যার পর মনে হচ্ছে, মনের সব ক্ষোভ মিটে গেছে। নিজেকে খুব হালকা লাগছে। এখন হাসি মুখেও ফাঁসিতে ঝুলতে রাজি আছি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ময়না মিয়ার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামে। তিনি মৃত তোতা মিয়ার তৃতীয় পুত্র।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ