বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরী থেকে ৬৭০ জোড়া ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় একটি নাম্বার প্লেইট বিহীন পিকআপ গাড়ী আটক করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল জৈন্তাপুর উপজেলার হরিপুর হেমু হাউতপাড়ার মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর এসআই কামরুল হুদা নাঈম এর নেতৃত্বে পুলিশ নাইওরপুল পয়েন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় পিকআপ গাড়ীটি তল্লাশী করে ৭টি বস্তার ভিতর থেকে ৬৭০ জোড়া ভারতীয় তৈরী জুতা উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-৬৫/২৮.০৫.২০২১) দায়ের করে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।