Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-20T10:54:10Z
সিলেট

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চা শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটের আলোচিত তারাপুর চা বাগানের শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে একঘণ্টা অবস্থান করেন তারা। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালাসহ শ্রমিক নেতারা।

অবস্থান কর্মসূচি থেকে জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপির মাধ্যমে তাদের দাবিদাওয়া তুলে ধরার কথা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যালয়ে না থাকায় ফেরত আসেন শ্রমিকরা।

চা শ্রমিকরা অভিযোগ করেন, গেলো দু’সপ্তাহ যাবত তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না। প্রধানমন্ত্রীর দেয়া উপহারের টাকাও বেতন হিসেবে চালিয়ে দিচ্ছে সংশ্লিষ্টরা। এছাড়াও কর্তৃপক্ষের অবহেলার কারণে চিকিৎসা, বাসস্থানের অপ্রতুলতাসহ নানা সমস্যায় জর্জরিত তারা। চা-উৎপাদন স্বাভাবিক থাকলেও বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিক পরিবারের কয়েকশো সদস্য।

উল্লেখ্য, প্রায় তিনদশক আগে দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা বাগান জালিয়াতির মাধ্যমে বেদখল করেন সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী। পরবর্তীতে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়ে রাগিব আলীর দখলমুক্ত হয় বাগানটি। সেই থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী ১১ সদস্যদের কমিটি বাগানটি পরিচালনা করছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ