Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-27T15:20:44Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭। বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী। 

ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফাজিলপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমেদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইয়াজদান চৌধুরী,আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, আরজমন্দ আলী, ক্রীড়া সংগঠক শাকিল আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি সচিব মুস্তাফিজুর রব, ঢাকাদক্ষিণ ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন রাজু, সাংবাদিক ও সমাজকর্মী গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ। উদ্বোধনী খেলায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশ ফুটবল দল গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দলকে ১গোলে পরাজিত করে।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ