Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৬ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-16T14:41:22Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে জুয়ার আখড়া ভেঙ্গে দিলো এলাকাবাসী, গ্রেপ্তার ৪ জুয়াড়ি

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজারে জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় থানার এসআই আব্দুর রবসহ একদল পুলিশ উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা বাজার থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. মাসুদ মিয়া (৬২), মো. খাইরুল ইসলাম (৫০), মো. হেলাল উদ্দিন (৩৭) ও তারা মিয়া (৪২)।

এদিকে, শনিবার রাতে দাসউরা বাজার থেকে চার জুয়াড়ি আটকরে খবর বৃহত্তর দাসউরা গ্রামে ছড়িয়ে পড়লো পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়। গ্রামের বাজারের মধ্যে এমন কুকর্মের প্রতিবাদ করতে থাকেন স্থানীয়রা। এক পর্যায়ে রোববার সকাল ৯টার দিকে উত্তেজিত এলাকাবাসী হামলা চালিয়ে জুয়ার আড্ডাস্থল ভেঙ্গে ফেলেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুয়ার আখড়া ভেঙ্গে দেয়ার ব্যাপারে তিনি বলেন, এই বিষয়টা আমি স্থানীয়দের মাধ্যমে শুনেছি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ