Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৯ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-19T16:43:20Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জ রাতের শুরুতে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ৫

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। 

বুধবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার পৌর এলাকার লামা দক্ষিণভাগ গ্রামের কামাল আহমদ(২৮), শাকিল আহমদ(২২), ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের সাকিব আহমদ (২৪), ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মামুন আহমদ (২৫), সিএনজি অটোরিকশা চালক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের জুয়েল মিয়া(৩৮)।

আহতদের পরিচয় নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.নওরীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে পৌরসভা গেইট সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেল সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশা (সিলেট থ-১২-১৬৬৫)এর সাথেও সংঘর্ষ হলে ত্রিমুখী সংঘর্ষে রুপ নেয়।

তৎক্ষনাৎ স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখান থেকে দুই জনের অবস্থা গুরতর হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ জানান, আমরা কোন খবর পাইনি। 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ