Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২৬ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-25T19:43:12Z
লিড নিউজসিলেট

সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন-এর সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে রৌদ্র (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নগরীর জিন্দাবাজার এলাকার মৃত প্রিয় লাল দত্তের ছেলে। রৌদ্র এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রৌদ্রের বন্ধু একরাম হোসেন জানান, বিকাল ৫টার দিকে রৌদ্রসহ তারা হোটেল নির্ভানা ইন-এর সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। সুইমিংপুলে নামার আধাঘন্টার মধ্যে রৌদ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই অনেক খোঁজার পরও তাকে না পাওয়ায় হোটেলের কর্মীরা সুইমিংপুলে নামেন। তখন হোটেলের কর্মীরা দেখতে পান রৌদ্র পানির নিছে ডুবে আছে। সেখান থেকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেলের নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এখন রৌদ্রর মরদেহ ওসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে রাখা আছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানান একরাম।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ঘটনার পর কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ হোটেল নির্ভানা ইন-এ তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি কোনো দুর্ঘটনা না অন্য কোনো বিষয় সেটি খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ