বিজ্ঞাপন
আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের টাওয়ার ব্রিজে ইতিহাস সৃষ্টিকারী আজান দিয়ে প্রশংসায় ভাসছেন জকিগঞ্জের কাজী শফিকুর রহমান। ইতিহাসে এই প্রথম লন্ডনের টাওয়ার ব্রিজে ধ্বনিত হয়েছে আজান।
স্থানীয় সময় ৭ মে শুক্রবার মাগরিবের আজানের ধ্বনিতে মুখরিত হয় ব্রিজ ও এর আশপাশের এলাকা। জানা গেছে, ইস্টলন্ডন মসজিদের সময়ের সাথে মিল রেখে এ আজান দেয়া হয়।
পরে দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মধুর কণ্ঠের আজান ব্রিজে দাঁড়িয়েই ভিডিওধারণ করছেন অনেক পথচারী।
এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়র পর থেকে প্রশংসায় ভাসছেন কাজী শফিকুর রহমান।
এদিকে ফেসবুক, ইউটিউব, টুইটারসহ বিভিন্ন মাধ্যমে প্রশংসায় ভাসছেন কাজী শফিকুর রহমান। এ নিয়ে বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মক্কার পবিত্র মসজিদের মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লার অবিকল সুরে শফিকুরের আজানের ধ্বনি শোনে সবাই অবাক হয়ে যান। প্রসঙ্গত, জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন কলাকুটা গ্রামের বাসিন্দা মাওলানা কাজী আবদুস সুবহানের ছেলে কাজী শফিক। তিনি লন্ডন রিজেন্ট পার্ক জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত।