বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে ১০ মিনিটের ব্যবধানে আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।প্রথমবার শনিবার সকাল ১০ টা ৩৭ মিনিটে এ ভূকম্পনের পর দ্বৈতীয়বার আবারও ১০ টা ৫০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।