Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৯ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-29T16:17:49Z
লিড নিউজসিলেট

অভিযানে নামছে সিসিক, টার্গেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযানে নামছে সিটি কর্পোরেশন। কয়েকবছর আগে এসব ভবন চিহ্নিত করা হয়েছিল।

শনিবার ( ২৯ মে ) নগরীতে মাত্র সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে ৫ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় এসব ভবনে অভিযানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

শনিবার বিকেলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের  এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়। 

বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজকের ভূমিকম্পকে আমরা এলারমিং হিসেবে দেখছি। একটি টিম গঠন করেছি। ম্যাজিস্ট্রেট-পুলিশ নিয়ে রোববার সকাল থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান চালানো হবে। যেগুলো রিমোভ করা যায় সেগুলো রিমোভ করব। তিনি আরো বলেন, যেসব জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে না সেগুলোও চিহ্নিত করা হবে। মেয়র নিজে অভিযানে থাকবেন বলেও উল্লেখ করেন। বড় ধরনের বিপর্যয় মোকাবেলা করতেই এ উদ্যোগ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ