বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা সাত মাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৬ মে) বেলা দেড়টার দিকে ঢাকাগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচরে যায়। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হন৷ পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক শিশু মারা যায়৷ এঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, 'দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন।'