বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (৩১ মে) বিভিন্ন সময় উপজেলার পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ কাচের টিল্লা গ্রামের
আব্দুন নুরের ছেলে মাহবুব আহমদ সুমন (৩৬) ও একই ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে চুনু মিয়া (৪৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মাহবুব আহমদ সুমনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনসহ মোট ১৩টি মামলা ও অপর গ্রেপ্তারকৃত আসামি চুনু মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় (মামলা নং-২৬) দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।