বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে বিদেশী রিভলবারসহ আলাল উদ্দিন (২৩) নামে এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে
র্যাব-৯।
বুধবার ভোর ৪ টা ১০ মিনিটের দিকে উপজেলার পৌর শহরের চৌমুহনী আল আমিন মেডিকেল স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পূর্ব কানিশাইল (নোয়াইঘাট) গ্রামের বাতির আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। থানা এলাকায় উক্ত আসামি মাদক, চোরাকারবারী ও অস্ত্র ব্যবসার সাথে পরিচিত বলে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।