বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও তার উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষে সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন। বুধবার (১৯মে) সকালে তারা এক বিবৃতিতে অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় সাংবাদিক রোজিনা ইসলামকে টানা ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন ও হেনস্তা করা এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া, তার বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা দায়ের করা হয়েছে। যা সাংবাদিক সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না।
নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করেন। সেই সাথে তার বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা জড়িত, তাদের শাস্তির আওতায় আনতে জোর দাবি জানান তারা।