Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ৭ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-07T18:21:13Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া বাস, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: ২২ দিন পর আবার সড়কে চলতে শুরু করেছে বাস চলাচল । অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে বৃহস্পতিবার (০৬ মে) ভোর থেকে বাস চলাচল শুরু হয়েছে। গোলাপগঞ্জেরও সড়কে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে চলতে শুরু করেছে বাস। কিন্তু বাস চালুর প্রথম দিনেই দুপুরে বেপরোয়া গতির কারণে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের মালুমের দোকানের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

জানা যায়, দুপুরে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি ফুলবাড়ি ইউনিয়নের মালুমের দোকানে আসামাত্র অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তা থেকে পাশের ক্ষেতের জমিতে চলে যায়। অল্পের জন্য যাত্রীরা তদের প্রাণ রক্ষা পান।

গাড়িতে থাকা কয়েকজন যাত্রী জানান, শুরু থেকেই বাসের ড্রাইভার বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে আসছিলেন। দুর্ঘটনার আগে বাস চালক মোবাইলে কথা বলছিলেন। এসময় যাত্রীদের বাধা সত্ত্বেও তিনি গাড়ির গতি না কমিয়ে মোবাইলে কথা বলছিলে। কথা বলেই
চালক গাড়িটি লাইনচ্যুত্য করে। বাসটি যদি উল্টে যেত বা পাশে থাকা বিদ্যুতের সাথে ধাক্কা লাগতো তাহলে অনেকেই হতাহত হতেন। 

নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ এ প্রতিবেদককে জানান, আগ থেকেই সিলেট-জকিগঞ্জ সড়কের বাস চালকরা খুবই বেপরোয়া । তারা এর আগেও মোবাইলে কথা বলে বাস চালিয়ে
সড়ক দুর্ঘটনা ঘটেয়েছে। অনেক নিহতও হয়েছে। 

দীর্ঘ ২২ দিন পর বাস চালু হওয়ার পর থেকে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
আর স্বাস্থ্য বিধিতো মানছেই না। কোন কোন বাস নিয়মের অতিরিক্ত যাত্রীও তুলছেন আবার বাড়াও বেশি আদায় করছেন। আমি স্থানীয় প্রশাসনের নজরদারি কামনা করছি।





বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ