বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: করোনাকালে দেশের মানুষের প্রতি রেমিট্যান্স যুদ্ধা প্রবাসীদের ভালবাসা ভুলার নয়। তারা এতো কষ্টের মধ্যে থেকেও দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। দেশের অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। সোমবার বিকেল ৫টায় গোলাপগঞ্জে রাকিব ফার্মেসী ও রাকিব মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী জামাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি লন্ডন প্রবাসী জামাল উদ্দিনের এমন আয়োজনের প্রশংসা করে বলেন, জামাল উদ্দিন করোনাকালে নিজ এলাকার অনেক অসহায়দের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। সকল ভালো কাজে তাঁর সহযোগিতা থাকে। আমি তাকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
সভায় উপজেলা আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রিমন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর রুহিন আহমদ খান, এম ফজলুল আলম, নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, ফারুক আলী, জাহেদ আহমদ, মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, শেফা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়সল, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ইতালী জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি রাহেল আহমদ তালুকদার, ব্যবসায়ী ইশতিয়াক আহমদ সুমন, গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ময়নুল ইসলাম জুনেল, ফুয়াদ আলম, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, তানিম রহমান সানি, তারেক আহমদ, জাকির আহমদ, আরাফাত হক, গৌছ উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ ।
সভায় শেষে আজকের ইফতার মাহফিলের আয়োজকদের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।