বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর অফিসার পরিচয়ে হুমকি দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে তিন পেশাদার প্রতারককে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (২৮ মে) দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৯ এর সিপিসি-১ এর একটি দল হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো. কাউছার মিয়া (৩৯), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামের মৃত আহম্মদ শাহর ছেলে মো. ফয়সল শাহ (৩৫) ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের রজব আলী ছেলে মো. কামাল মিয়া (২২)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সিপিসি-১ এর কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা র্যাবের অফিসারের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নিরীহ মানুষদের হুমকি দিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিল।