বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ বন্ধে অভিযান পরিচালনা করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের থানার সম্মুখে হাইড্রোলকি হর্ণ ব্যবহার প্রতিরোধে বিশেষ এ অভিযানে বিভিন্ন গাড়ি থেকে হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর একেএম সামছুজ্জামান নেতত্বে অভিযানে সহযোগিতা করেন উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে গাড়ী থেকে অপসারণ করে হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।