বিজ্ঞাপন
জিভয়েস ডেস্ক : সিলেটের জৈন্তাপুরের গৌরিশংকর গ্রামের এক মেয়ের সাথে রুপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে এনাম আহমেদ (২৮) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন এনাম বিভিন্ন সময় ঐ মেয়েকে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে তার আত্মীয়ের বাড়ীতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
ধর্ষণে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে আসামী বিবাহের আশ্বাসে গর্ভপাত ঘটায়। পরবর্তীতে এনাম একই গ্রামের অন্য আরেকটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। এসংক্রান্তে মেয়েটি বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর হতে আসামী এনাম আহমেদ পলাতক ছিল।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় জৈন্তপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে জৈন্তপুর মডেল থানা পুলিশ এজাহার নামীয় আসামীকে গ্রেফতারে সাড়াশি অভিযান পরিচালনা করে। কিন্তু আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভ্যব হয়নি।
তথ্য প্রযুক্তির সহায়তায় শুবক্রবার ধর্ষণ মামলার আসামী এনাম আহমেদকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে জৈন্তাপুর মডেল পুলিশ গ্রেফতার করে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।