Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩০ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-30T14:33:56Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের বিয়ানীবাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। রোববার (৩০ মে) বেলা আড়াইটার দিকে সিলেট-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরশহরের খাসা দিঘীরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহতরা সকলেই উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা। তারা হলেন- ফাতেমা আক্তার (৬৫), পাপলু আহমদ (২৮), সানজিদা আক্তার (২৬), নাইমা আক্তার (১১) ও অটোরিকশাচালক ইমন আহমদ (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের মধ্যে বৃদ্ধা ফাতেমা বেগমকে গুরুতর অবস্থায় সিলেটে প্রেরণ করা হয় এবং আহত অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ