Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৫ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-15T11:06:29Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে ঈদের দিনে সাবেক ছাত্রনেতার মৃত্যু

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :  পবিত্র ঈদ উল ফিতরের দিন সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জে এক সাবেক ছাত্রনেতার মৃত্যু হয়েছে (ইন্না-লিল্লাহ...রাজিউন) । তিনি গোলাপগঞ্জ পৌরশহরের রণকেলী গুলপার গ্রামের বাসিন্দা মরহুম মইন উদ্দিন মাস্টারের ছেলে আকবর আহমেদ আপেল। ঈদের দিন বাদ আসর রণকেলী নিলামবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে আপেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।    

আপেল ১ ছেলে ও ২ মেয়ের জনক। আপেলের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা নাঈম আহমদ ও শওকত জাহান পলাশ জানান, তাদের সহপাঠী বন্ধু আপেল জীবিত থাকাকালীন প্রায়ই কথায় কথায় ' ঈদ মোবারক বন্ধু' বলে সম্বোধন করতেন। তার সেই কথা হয়তঃ আল্লাহ কবুল করে তাকে ঈদের দিনেই মৃত্যু দিয়েছেন।   

আপেলের জানাজায় গোলাপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন এলাকার প্রায় একহাজার মানুষ জানাযায় উপস্থিত ছিলেন।   

এদিকে, আকবর আহমদ আপেলের মৃত্যুতে এস.এস.সি মিলেনিয়াম ব্যাচের ফেসবুক গ্রুপ "লিজেন্ডস অব দ্যা মিলেনিয়াম" পরিবারের সকল সদস্য, দেশ বিদেশের বন্ধু,  আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী, রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।    
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ