বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: ‘শেভরনের মাইন বিস্ফোরণ হয়েছে’ এমন একটি স্ট্যাটাস শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আরেকটি স্ট্যাটাস বলা হয়, ‘এ বিষয়ে জবাব দিতে নগর ভবনে আজ রোববার শেভরনে ডাকা হয়েছে’।
তবে রোববার সকালে বিষয়টি ভূয়া বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শেভরনকে ডাকার প্রশ্নেই উঠে না। কারণ আমাদের আবহাওয়া অধিদফতর ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন ভূমিকম্প জৈন্তাপুর থেকে উৎপত্তি।
তিনি আরও বলেন সামাজিক যোগযোগ মাধ্যম ফেসুবকে বিষয়গুলো দেখে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ শেভরন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা সুস্পষ্টভাবে জানিয়ছেন তাদের এখানে এই ধরণে কোনো কিছু হয়নি। এটা সত্য নয়।
সিসিক মেয়র বলেন, কোনো কিছু না যেনে, সত্যতা নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসুবকে ছড়িয়ে দিয়ে মানুষকে আতঙ্কিত করে থাকেন তাদের ব্যাপারে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। এসব গুজব তৈরি করা থেকে বিরত থাকুন।
এসময় উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এদিকে শনিবার দিবাগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শেভরনের মাইন বিস্ফোরণ হয়েছে বলে অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন।
অনেকেই লিখেছেন, বিষয়টি পরিস্কার হওয়া জরুরী। আমরা সবাই জানি আজকে সিলেটে পাঁচ অথবা সাত বার ভূমিকম্প হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে একবারও ভূমিকম্প হয়নি , যে কম্পনটুকু হয়েছে সেটা হল সিলেটস্হ শেভরন কোম্পানি তাদের নিজ এরিয়ায় মাইন বিস্পোরণ ঘটিয়েছে কূপ খননের জন্য, এ বিস্কোরণের সময় সারা সিলেট শহরে কেঁপে উঠেছে, আবহাওয়া অফিস ও ইলেকট্রনিক মিডিয়া তা না জেনে এটাকে ভূমিকম্প হিসেবে প্রকাশ করতেছে , কোন পূর্ব ঘোষণা ছাড়া শেভরন উক্ত বিস্পোরণ ঘটানোর কারণে আজ তাদের কতৃপক্ষকে জবাব দেওয়ার জন্য ডাকা হয়েছে নগর ভবনে , জাতি বিস্তারিত জানতে পারবে ।