বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের বাঘায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সারে ১২টার দিকে বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত গৌছ মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা প্রায় আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাঘার দৌলতপুর গ্রামের মৃত গৌছ মিয়ার বাড়িতে হঠাৎ আশপাশের লোকজন দেখতে পান আগুন লেগেছে। তাৎক্ষণিক সবাই ছুটে আসলে দেখতে পান ঘরটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তালা ভেঙ্গে এক প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যায়।
স্থানীয়রা আরো জানান, ঘরে লোকজন ছিলেন না, এজন্য মানুষজনের কোন ক্ষতি হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়া। তিনি বলেন, এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে।