Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৮ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-28T09:17:14Z
সিলেট

সিলেটে পুলিশের টের পেয়ে গাঁজাসহ স্ত্রীকে রেখে পালালেন স্বামী

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে স্বামী পালিয়ে গেলেও রক্ষা হয়নি স্ত্রীর। সিলেটের বিবামন্দর থানায় গাঁজা বিক্রির দায়ে শুক্কুর আলী নামে ব্যক্তির স্ত্রী সুলতানা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিমানবন্দর থানাধীন লাখাউড়া ইসলামপুর (পোড়াবাড়ী) কলকলি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকিরের দিক নিদের্শনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লাখাউড়া ইসলামপুর (পোড়াবাড়ী) কলকলি এলাকার শুক্কুর আলীর কাঁচা বসতঘর থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য বিক্রির নগদ ৬ হাজার ৮৫  টাকা জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গ্রেফতারকৃতের স্বামী ওই গ্রামের মৃত কছির মিয়ার ছেলে শুক্কুর আলী (৩৫

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ধৃত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নং-৩৮, তাং-২৭/০৫/২০২১।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ