বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেক : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ট্যাংকির পানি খেয়ে একই পরিবারের ৬জন গুরতর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ট্যাংকির পানি খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে পরদিন বুধবার সকালে তাদের ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে তারা অসুস্থতা অনুভব করলে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাটি ঘটে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ দত্তরাইল গ্রামের প্রবাসী মুজিবুর রহমানের বাড়িতে।
এ ঘটনায় অসুস্থরা হলেন মৃত তমজিদ আলীর স্ত্রী শিরীন বেগম(৭৫), কন্যা সাদিয়া শারমিন কলি (২৫), জেলি বেগম(৩০), পুত্রবধূ জোৎস্না আক্তার (৩৫), শিশু ওমামা (৭), ভাগ্নে গালিব আহমদ(১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণের দক্ষিণ দত্তরাইল গ্রামের প্রবাসী মুজিবুর রহমানে ঘরে মঙ্গলবার রাতে পানির ট্যাংকিতে কে বা কারা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে। রাতে পানি খেয়ে পরিবারের সকলে অচেতন হয়ে পড়েন। বুধবার দুপুরে ঘুম ভাঙলে শরীরে অসুস্থতা অনুভব করেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাদের উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এএস আই কমল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।