বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : করোনার প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি মানাতে সিলেট বিভাগে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯। গতকাল শনিবার বিভাগের মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে অর্থদণ্ড প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, শনিবার র্যাব-৯ ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ টিম মৌলভীবাজার জেলা সদরে অভিযান চালিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অমান্য করায় ১৬ জনের কাছ থেকে ৬ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্তি পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার- নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও মৌসুমী আক্তার।
জরিমানাকৃত টাকা পরে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়।