বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে অবৈধ টমটম অটোরিকশার ধাক্কায় শহিদ আহমদ (৩৪) নামে যুবক ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন শহিদ আহমদের
ফুফাতো ভাই শিমু আহমদ।
শহিদ আহমদ উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত ওহিদ আলীর ছেলে। তিনি তৃপ্তি ব্যাকারির গাড়ি চালক ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার পৌর এলাকার কদম গাছের পাশে অবৈধ টমটমের ধাক্কায় গুরুতর আহত হোন তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখান থেকে অবস্থা খারাপ হওয়ায় তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। আজ তিনি ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। এর আগে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) একই জায়গায় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১৩ এপ্রিল) আলা উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধ মারা যান।