বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে ফুলবাড়ি আজিরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ৩য় তলার ছাদ ঢালাই কাজ পরিদর্শন করেছেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সদস্যরা।
সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি আজিরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ৩য় তলার ছাদ ঢালাই কাজ পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হুসাইন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, গভর্ণিং বডির সদস্য, ফুলবাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমরান হুসেন, কামরান হুসেন, মো.সামছুল হুদা, মাদ্রাসার অফিস সহায়ক মো. ফজরুল ইসলাম।
ঢালাই কাজের পরিদর্শনকালে মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য, ফুলবাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমরান হুসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। যার আমলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আমুল পরিবর্তন এসেছে। সরকারি বরাদ্দে আমাদের মাদ্রাসায়ও ৪ তলা ভবন নির্মাণ হবে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জাকির হুসাইন বলেন, আগামীকাল ৩য় তলার ছাদ ঢালাই কাজ শেষ হবে। যে ভাবে কাজ হচ্ছে আশা করা যায় খুব দ্রুত মাদ্রাসার ৪ তলা ভবন হয়ে যাবে।
তিনি বলেন, মাদ্রাসার ৪ তলা ভবনের জন্য সরকারি বরাদ্দ ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ৯৬১ টাকা।