বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : প্রবাসী অধ্যুসিত বিয়ানীবাজার উপজেলায় করোনার সংক্রমনের প্রথম ঢেউয়ের মতো সংক্রমনের তৃতীয় ঢেউও ভয়াবহভাবে চলছে। উপজেলাব্যাপী প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। শুক্রবার রাতে এ উপজেলায় নতুন করে আরও ১০জন রোগী আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে পৌরসভায় ৩জন, তিলপাড়া, কুড়ারবাজার ও চারখাই ইউনিয়নে দুজন করে ৬জন এবং শেওলা ইউনিয়নের একজন রোগী রয়েছেন। একইসাথে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের একজন বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। ওইদিন রাতে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়লেও বিয়ানীবাজারে ধরা পড়ে ওই বছরের ২৪ এপ্রিল। বিয়ানীবাজারে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮৩জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭জন রোগী।
এদিকে, গত কয়েক মাসে করোনার প্রাদুর্ভাব সহনীয় মাত্রায় থাকলেও মধ্য মার্চ থেকে দেশে করোনার প্রাদুর্ভাব অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এ অবস্থায় বিশেষজ্ঞরা লোক সমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়ার সাথে মাক্স ব্যবহার ও শারিরীক দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন।