বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জের বৈটিকর বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে ডিসের তার। যে কারণে যে কোন সময় বেখায়ালি পনায় ঘটতে পারে ছোট-বড় দুর্ঘটনা। ডিস লাইন কর্তৃপক্ষের অবহেলা এর বড় কারণ বলে মনে করছেন ব্যবসায়ী-পথচারীরা।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজার পয়েন্টে বিদ্যুৎতের খুঁটির পাশে দেখা যায়, বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব তার।
সরেজমিন দেখা যায়, ডিসের এসব তার মাটিতেও পরে আছে। মানুষের গলা বরাবর ঝুঁলে আছে কয়েকটি তার। দিনের বেলা দেখে চলাচল করলেও রাতের আঁধারে মানুষের চলাচলে বড় সমস্যার কারণ হচ্ছে এটি। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
বৈটিকর বাজারের ব্যবসায়ীরা জানান, ডিস লাইন কর্তৃপক্ষ এলোমেলো থাকা সত্বেও এগুলো মেরামত করছে না। হাটা-চলায় বিরাট সমস্যা হচ্ছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
তারা অতিদ্রুত ডিস লাইন গুলো নির্দিষ্ট জায়গায় মেরামতে দাবি জানান।