Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-04-18T09:46:13Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে টিকা কেন্দ্রেও নেই সামাজিক দূরত্ব

বিজ্ঞাপন

ফাহিম আহমদ: কঠোর লকডাউন। সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে দেখা যাচ্ছে। বিভিন্ন অজুহাতে মানুষ বাইরে বের হচ্ছেন। ভিড় করছেন হাট-বাজার-রাস্তাঘাটে। কারও মধ্যেই নেই সামাজিক দূরত্বের বালাই। 

বাজার তো দূরে থাক। যেখানে স্বাস্থ্যবিধি মানার কথা সেখানেই মানা হচ্ছেনা। করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করছেন মানুষ। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চলছে করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ। আর এই টিকা গ্রহণ করতে প্রতিদিন মানুষ ভিড় করছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। 

তবে টিকা গ্রহণ করলেও মানুষের মধ্যে নেই সামাজিক দূরত্বের বালাই। গাদাগাদি করে লাইন ছাড়াই দাঁড়িয়ে আছেন মানুষ। একজন আরেক জনের গাঁ ঘেঁসেই দাঁড়িয়ে থাকেন অনেক সময়। সামাজিক দূরত্ব তো বহুদূর। অনেকে টিকা গ্রহণ করতে এসেছেন মাস্ক ছাড়া। অথচ টিকাদান কেন্দ্রের দেয়ালে, খুটিতে লিখা আছে 'নো মাস্ক নো সার্ভিস।' তারপরও মাস্ক ছাড়াই দেয়া হচ্ছে সার্ভিস। 

রোববার (১৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে দেখা যায় এমন অবস্থা। মানুষ টিকা নিচ্ছেন ঠিক। তবে মানছেন না সামাজিক দূরত্ব। 

টিকা নিতে আসা সুহেল আহমদ বলেন, টিকা নিতে যে অবস্থা দেখতেছি। এখানে মানুষ টিকা নিতে এসেছে করোনা থেকে বাঁচার জন্য। এ যে অবস্থা করোনা থেকে বাঁচা তো দূরের কথা সঙ্গে করোনা নিয়ে যাবে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিসর চৌধুরী বলেন, আমরা তো চেষ্টা করতেছি মানুষকে সামাজিক দূরত্ব মানানোর জন্য। কিন্তু পারা যাচ্ছে না। তিনি বলেন, আপনি বাজারে-হাটে দেখেন কোথাও কোন সামাজিক দূরত্ব নাই। সামাজিক দূরত্ব সবাইকে মানতে হবে। নিজ থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ