বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে মাস্ক ছাড়া বাইরে ঘুরাফেরা করায় ৬ জনকে ২ হাজার ৩'শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। লকডাউনের প্রথম দিন চন্দরপুর বাজারে অভিযান চালিয়ে মাস্ক পরিধান না করায় ৬ জনকে ২ হাজার ৩'শ টাকা জরিমানা করা হয়েছে।