বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে গরু জবাই করে চুরির চেষ্টা করেছিল চোরেরা। কিন্তু পুলিশী তৎপরতায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত জেলে যেতে হয়েছে তাদেরকে।
মঙ্গলবার ভোরে সিলেট মহাগরীর বিমানবন্দর থানাধীন বড়শলা এলাকা থেকে সিএনজি অটোরিকশা ও জবাই করা গরুর মাংসসহ চার চোরকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে জেলে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বড়শলা চেকপোস্টের কাছে একটি সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালাতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এসময় পুলিশ অটোরিকশার চালকসহ চারজনকে আহত অবস্থায় আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে আহতরা জানায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি গ্রাম থেকে তারা একটি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে শহরে আসছিল। পরে সিএনজি অটোরিকশা তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় রক্ষিত গরুর মাংস, একটি ছোরা ও ১টি দা উদ্ধার করা হয়।