বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে প্রতিদিন সিলেটের গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত হচ্ছেন রোগীরা। তবে সুস্থতার সংখ্যা একেবারেই নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার উপজেলায় নতুন ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে নতুন করে আরও ১৩ জনসহ মোট ৩৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২ সপ্তাহে উপজেলায় কোন সুস্থ রোগী পাওয়া যায়নি। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬০ জন। মৃত্যু বরণ করেছেন ১৪ জন৷ গতকালের ৩ জনসহ আইসোলেশনে আছেন ১৮ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন বলেন, দেশে আবার করোনা বাড়ছে। যে হারে করোনা বৃদ্ধি পাচ্ছে তা প্রকট আকার ধারণ করতে পারে। আগ থেকে আমাদের সচেতনতা বাড়াতে হবে। নিয়মিত মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।