বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর এলাকাজুড়ে যখন সর্বাত্মক লকডাউন চলছে তখনই বিপদে পড়েছে মাদক সেবীরা। পুলিশের কঠোর নজরদারি আর মোড়ে মোড়ে চেকপোস্ট থাকায় মাদক সেবীরা মাদক সেবন করার পাশাপাশি আনা নেয়া করতে পারছে না। তবে সন্ধ্যার পর লকডাউন অনেক শিথিল হয়ে পড়লে কপাল খুলে যায় মাদক সেবীদের। মোবাইল ফোনে খুচরা বিক্রেতাদের কাছে অর্ডার দেয়া হয় মাদকের। তবে লকডাউনে মাদক সেবীদের কাছে সবচেয়ে বেশী চাহিদা বেড়েছে ইয়াবা ও ফেন্সিডিলের। লকডাউনের দোহাই দিয়ে মাদক বিক্রেতারাও দাম বৃদ্ধি করেছেন ইয়াবা ও ফেন্সিডিলের।
গত ২দিন পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন বনকলাপাড়া ও বড়বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ ইয়াবা সেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী রয়েছে। গ্রেফতারের পর পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা ব্যবসায়ী কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছে। তবে যারা তাদের কাছে ইয়াবা দিতে যায় তারা মূলত খুচরা ব্যবসায়ী। হাত বদল করে কিছুটা মুনাফা পায় তারা। আর অনেকেই খুশি হয়ে কিছু বকশিস দিলে তাদের বাড়তি লাভ হয়। চলমান লকডাউনের কারণে মাদক সেবীরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে বাসা-বাড়ি। কেউ যাতে কোন সন্দেহ না করে সেজন্য তারা এই পন্থা অবলম্বন করছে।
পুলিশ সূত্র জানায়, সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে একাধিক মামলার আসামি নাবিল রাজা চৌধুরীকে (৩৬) ইয়াবাসহ গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। নাবিল নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ফরহাদ রাজা চৌধুরীর ছেলে। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন নাবিল রাজা। রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এসময় তার আরও দুই সহযোগী আখালিয়া পূর্বাশা আবাসিক এলাকার আক্তার বক্সের ছেলে মো. জামিল বক্স (৩০) ও সুবিদবাজার বনকলাপাড়া এলাকার রকিব উদ্দিন খানের ছেলে মো. তানজিন খানকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৯ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। নাবিল রাজার বিরুদ্ধে সিলেট মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ছিনতাই, খুন, ধর্ষণসহ সর্বমোট ৪১টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের নামেও একাধিক মামলা আছে। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা সেবনের রাং, গ্যাস লাইটারসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে।
এছাড়া নগরীর আম্বরখানা বড়বাজারের একটি বাসায় ইয়াবা সেবন চলছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বড়বাজারের ৯৪ নম্বর বাসায় অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। এসময় বাসা থেকে ২১ পিস ইয়াবাসহ শেখ মোনায়েম আহমেদ মুনেম ওরফে (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোনায়েম ওই বাসায়র মৃত শেখ আমির আলীর ছেলে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে সোমবার (১৯ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, সিলেট মহানগরী এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে মাদকের সাথে সংশ্লিষ্টদের নজরদারি করা হচ্ছে।