বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হাট-বাজার, মার্কেট, শপিংমল রাত ৯টায় বন্ধ সহ জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। এছাড়া আগামী ১৪ এপ্রিল পযর্ন্ত সব ধরনের রাজনৈতিক/সামাজিক/ধর্মীয় জনসমাগম নিষিদ্ধের পাশাপাশি গণপরিবহনে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা না করার জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর এই নির্দেশনা জারি করেন।
উল্লেখ্য, প্রবাসী অধ্যুসিত বিয়ানীবাজার উপজেলায় প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। বৃহস্পতিবার নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭০জন। একইসাথে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুজন।
উল্লেখ্য, প্রবাসী অধ্যুসিত বিয়ানীবাজার উপজেলায় প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। বৃহস্পতিবার নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭০জন। একইসাথে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুজন।