Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৪ এপ্রিল, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-04-03T18:25:24Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে আব্দুন নূর সুনু মিয়া ফাউন্ডেশনের কমপ্লেক্সের উদ্বোধন

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি:  গোলাপগঞ্জে আব্দুন নূর সুনু মিয়া ফাউন্ডেশনের কমপ্লেক্স ও সারং বাড়ী নামাযের স্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বারকোট গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সি‌লেট তেররতন ম‌হিলা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে, ফাউন্ডেশ‌নের অন‌্যতম উ‌দ্যোক্তা আব্দুল আহাদ রনি ও সাংবাদিক ইমরান আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার।

রাহদিন বিন আখতারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপর বারকোট সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও ফাউ‌ন্ডেশ‌নের অন‌্যতম উ‌দ্যোক্তা তৌকিকুজ্জামান। ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতালী থে‌কে অনলাই‌নের মাধ‌্যমে বক্তব্য রাখেন ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান, ইতালীর ফিউমিচেল্লো ব্রেসিয়া সি‌টির সাবেক কাউ‌ন্সিলর কাওসার জামান, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম‌্যান আখতার হো‌সেন পাপ্পু।

এছাড়াও উপস্থিত ছিলেন, বার‌কোট গ্রা‌মের প্রবীণ আ‌লেম মাওলানা ন‌জির আহমদ, উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি বোরহান উ‌দ্দিন, প্রবীণ শিক্ষক ছাদিকুর রহমান, সমাজ‌সেবী আক্তার হো‌সেন লাল মিয়া, মা‌নিক মিয়া, সিরাজ আহমদ, বার‌কোট মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা মনসুর আহমদ, সমাজ‌সেবী আব্দুল ফাত্তাহ, খসরু মিয়া, আফজল আহমদ, হা‌ফিজ সা‌লেহ আহমদ, ফখরুল ইসলাম, অ‌হিদ আহমদ, আওয়ামীলীগ নেতা না‌জিমুল হক লস্কর, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হোসেন আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শে‌ষে ফাউ‌ডেশ‌নের কম‌প্লেক্স ও নামা‌জের স্থা‌নের ভি‌ত্তিপ্রস্থর স্থাপন ক‌রেন অ‌তি‌থিবৃন্দ। ভি‌ত্তিপ্রস্তর স্থাপন শে‌ষে মোনাজাত ক‌রেন ঢাকাদ‌ক্ষিণ দারুল উলুম হুসাই‌নিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মঈনুল ইসলাম।

অনুষ্ঠা‌নে ফাউ‌ন্ডেশ‌নের পক্ষ থে‌কে জা‌মেয়া ইসলা‌মিয়া বার‌কোট মাদরাসার গরীব ফা‌ন্ডে অনুদান ও বার‌কোট দিলাল খাঁ জা‌মে মস‌জিদ মক্ত‌বে একাধা‌রে চ‌ল্লিশ‌দিন যেসকল শিক্ষার্থী অংশ নি‌বেন তা‌দেরকে পুরস্কার‌ প্রদা‌নের জন‌্য অর্থ প্রদান করা হয়। এছাড়া প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষ্যে আগামী সপ্তা‌হে এলাকার গরীব অসহায়‌দের মা‌ঝে খাদ‌্যসামগ্রী বিতরণ করার ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ