Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-04-25T10:38:53Z
সারাদেশ

করোনার টিকা অনুমোদনের বিষয়ে এখনও চিঠি পায়নি গ্লোব বায়োটেক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের একমাত্র টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের টিকা ‘বঙ্গভ্যাক্সে’র ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদন আগামী এক সপ্তাহের মধ্যে দেয়া হবে।

রোববার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

তবে এ বিষয়ে এখনও কিছু জানে না গ্লোব বায়োটেক লিমিটেড। বিএমআরসি থেকে গ্লোব বায়োটেককে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠিও দেয়া হয়নি। রোববার জাগো নিউজকে এ তথ্য জানান গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন্সের ম্যানেজার ও ইনচার্জ এবং টিকা আবিষ্কার গবেষক দলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনও কোনো চিঠিপত্র পাইনি। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তারা আমাদেরকে বিষয়টা চিঠি দিয়ে জানাবে।’

মোহাম্মদ মহিউদ্দিন আরও বলেন, ‘তারা (বিএমআরসি) আমাদেরকে সর্বশেষ চিঠি দিয়েছিলেন ১১ ফেব্রুয়ারি। সেই চিঠির জবাব আমরা ১৭ ফেব্রুয়ারি দিয়েছিলাম। তারপর আমরা কোনো প্রকার চিঠি আমরা বিএমআরসির কাছ থেকে পাইনি।’

তিনি বলেন, ‘বিএমআরসি আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদন দেবে। তারপর আমরা মানবদেহে আমাদের টিকার প্রয়োগ করতে পারবো। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পর চূড়ান্ত অনুমোদন দেবে ওষুধ প্রশাসন অধিদফতর।’

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ