Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-04-02T19:41:08Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে প্রতিপক্ষের দুই দফা হামলায় আহত ২, অভিযোগ দায়ের

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে প্রতিপক্ষের দুই দফা হামলায় ২ সহোদর আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের বাদেপাশা গ্রামে এ ঘটনাটি ঘটলে পরে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বৃহস্পতিবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন উত্তর বাদেপাশা ইউনিয়নের মৃত আব্দুল বারির পুত্র হোসেন আলী (২৮) ও কামরান হোসেন (১৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাদেপাশা ইউনিয়নের বাদেপাশা গ্রামের ইটালী প্রবাসী মতলিব আলীর বসত ঘরে বসবাস করেন জাহেদা বেগম। এই পরিবারের দেখাশুনা ও মতলিব আলীর জায়গা সম্পত্তি দেখাশুনা করেন একই গ্রামের মছব্বির আলীর পুত্র মইজ উদ্দিন । ইটালী প্রবাসী মতলিব আলীর বসত ঘরের ছাদের ময়লা পানি হোসেন আহমদের বসত ঘরে ও বারান্দায় পড়লে মইজ উদ্দিনকে হোসেনের ছোট ভাই কামরান হােসেন ইটালী প্রবাসী মতলিব আলীকে বলার জন্য যে ছাদের পানি নিষ্কাশনের লাইন অন্য দিকে দেওয়ার জন্য বলেন।

এসময় মইজ উদ্দিনের সাথে তার কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে মইজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে কামরান হোসেনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এসময় তার সাথে তার ভাই আছলম আলী সহ আরো কয়েকজন কামরান হোসেনের উপর হামলা চালায়।  

পরে স্থানীয়দের সহযোগিতায় কামরান হোসেনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানেও মইজ উদ্দিন গংরা আলী হোসেন ও  তার ভাই কামরান হোসেনের উপর অতর্কিত হামলা চালায় ।  পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আশীষ চন্দ্র তালুকদার একদল পুলিশ নিয়ে  তাদের উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভুক্তভোগী হোসেন আলী গোলাপগঞ্জ মডেল থানায় ৮জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।   

এ ব্যাপারে ভুক্তভোগী হোসেন আলী জানান, মইজ উদ্দিন গংরা দীর্ঘদিন থেকে আমাদের জায়গা জালিয়াতি করে দখলের পায়তারায় লিপ্ত রয়েছে। এর আগেও তারা আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল। তারা হাসপাতালে আমার উপর হামলা চালিয়ে নগদ সাড়ে ৮হাজার টাকা ও আমার একটি স্মাট মোবাইল নিয়ে যায়। 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আশীষ চন্দ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়িতে মারামারির পর উভয় পক্ষ চিকিৎসা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা আসলে আবারো উভয় পক্ষ মুখোমুখি হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।  এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।               
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ