বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে এক ঝাঁক যুবকদের সমন্বয়ে 'একতা-ঐক্য-শান্তি' স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ি উত্তরপাড়া যুব সমাজ ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মইন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফখরুল ইসলাম চৌধুরী।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহসভাপতি আশরাফুজ্জামান ফয়সল ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফুলবাড়ি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালিক, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, সমাজসেবী এনাম চৌধুরী, আপ্তাব আলী, আরকার আলী, সুমেল চৌধুরী, ছয়ফুল হক কফ, সংগঠনের সহ অর্থ সম্পাদক আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি লতাই মিয়া, ইসবর আলী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, অর্থ সম্পাদক ফখরুল হুদা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহদপ্তর সম্পাদক মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক সুমন আহমদ, কার্যকরী সদস্য সুহেল আহমদ, শামিম আহমদ, আবুল কালাম কয়েছ, নাজিম উদ্দিন, সদস্য আব্দুল হামিদ, রুবেল আহমদ, নাজিম উদ্দিন, তাজুল ইসলাম, আব্দুর রহিম, রিপন আহমদ।