বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। এসময় র্যাব কাউকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নুরুল মিয়ার ঘরের পেছন থেকে এ অগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলম ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এসময় ২২ বোরের ৪টি রাইফেল ও ৪৩০টি গুলি উদ্ধার করে র্যাব। পরে র্যাব উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সাধারণ ডায়রির মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ৪টি রাইফেল ও ৪৩০টি গুলি উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি র্যাব। অস্তও ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে তিনি জানান।