Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-04-26T16:00:46Z
সারাদেশ

৫ মে'র আগে চলবে না গণপরিবহন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট: চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৮ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ অর্থাৎ ৫ মে মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে বিধি নিষেধ। আর এই সময় পর্যন্ত বর্তমানের মত সকল গণপরিবহন বন্ধই থাকবে।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় লকডাউন বাড়ানোর।

সিদ্ধান্ত মতে, চলমান ‘সর্বাত্মক লকডাউন’-এর মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়বে। এই সময় দোকান, মার্কেট-শপিং মল খোলা থাকলেও অফিস-আদালত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহনও।

সূত্র জানায়, চলমান করোনা পরিস্থিতিতে দেশে স্বস্তির জায়গায় নেই। তাই এই মুহূর্তে খুব কঠোর বা একেবারে খোলামেলা- কোনো দিকেই যেতে পারছে না সরকার। তাই বর্তমানে দোকানপাট খোলা রেখে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আরো এক সপ্তাহ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

প্রসঙ্গত, করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে সরকার গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বেশ কিছু বিধিনিষেধ জারি করে। পরে এর মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ