Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-04-18T14:20:26Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে অসহায় যাত্রীদের 'গলা কাঁটছেন' অটোরিকশার চালকেরা

বিজ্ঞাপন

ফাহিম আহমদ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর শহরের চৌমুহনীতে দাঁড়িয়ে আছে ৩ টি সিএনজি অটোরিকশা। একটি অটোরিকশাতে হেতিমগঞ্জের উদ্দেশ্যে ৪ জন যাত্রী বসে আছেন। এসময় কোনও যাত্রীদের ভাড়ার কথা বলা হয়নি। হঠাৎ আরও একজন যাত্রী মালুমের দোকান যাওয়ার জন্য চালকের কাছে ভাড়া জানতে চাইলে তিনি বলেন ২০ টাকা করে দিতে হবে। সাথে সাথে অন্য যাত্রীসহ গাড়ির জন্য অপেক্ষাকৃত যাত্রীরা ৫ জন নিয়ে ২০ টাকা করে নেওয়া হচ্ছে কেন? জানতে চাইলে চালক কোন উত্তর দিতে পারেন নি৷ সাথে সাথে অন্য যাত্রীরাও গাড়ি থেকে নেমে যান। 

রোববার (১৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৫ টার দিকে পৌর শহরের চৌমুহনীতে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষের ভোগান্তি চোখে পরে। 

লকডাউনে বিশেষ প্রয়োজনে বাইরে বের হওয়া অসহায় যাত্রীদের এভাবেই গলা কাঁটছেন সিএনজি অটোরিকশার গুটি কয়েক চালকেরা। বিকেল হলেই ইফতারকে সামনে রেখে সড়কে তাদের দাপট দেখা যায়।

৫ টাকার ভাড়া ১০/১৫ টাকা। ১০ টাকার ভাড়া ১৫/২০ টাকা করে নেওয়া হচ্ছে। সাধারণ যাত্রীদের দাবি যদিও ভাড়া বেশি নেওয়া হচ্ছে এর মধ্যে ৫ জন করে যাত্রী উঠানো হচ্ছে গাড়িতে। তারা বলেন, আমরা এখন অসহায়। সড়কে গাড়ি খুব কম। এই সুযোগ চালকেরা আমাদের গলা কাঁটছেন। যদিও তারা ৫ জনের সিটে ৩ জন বহন করতেন তাহলে ভাড়ার বিষয়টি মানা যেত। 

স্বপন আহমদ নামের এক যাত্রী বলেন, ৩ জনের সিটে নেওয়া হচ্ছে ৫ জন। এর মধ্যে তারা বেশি ভাড়া দাবি করছেন।

রেজাউল ইসলাম নামের আরও একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এরা বুঝা যাচ্ছে এই কয়েক দিনে ধনী হয়ে যাবেন। কিভাবে যে এরা মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এদের মধ্যে কি মানবতা বলতে কিছু নেই। 

ঐ অটোরিকশার চালকের কাছে ভাড়া বেশি নিচ্ছেন কেন? জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেন নি। বরং তিনি কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশার বর্তমান দায়িত্বশীলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে থাকে পাওয়া যায়নি।  

  

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ