Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৪ এপ্রিল, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-04-04T10:07:18Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারের নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের খশির সড়ক ভাংণী গ্রামের ৮ বছরে বয়সী নিখোঁজ শিশু শাওন আহমদের লাশ বাড়ির পাশের একটি খাল উদ্ধার করা হয়েছে। রবিবার সড়ক ভাংণী এলাকার একটি খালে পরিবারের সদস্যরা তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পািন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু শাওন আহমদ খসির সড়ক ভাংণী গ্রামের সায়দুজ্জামানের ছেলে।

স্বজনরা জানান, গতকাল শনিবার সকাল ১১ টার দিকে বাড়ির আঙ্গিনায় শিশু শাওন খেলাধুলা করছিলো। হঠাৎ না পেয়ে আশপাশ খোজাখুজি করেও সন্ধান না পেয়ে বিয়ানীবাজার থানায় একটি জিডি করেন তারা। একদিন পর বাড়ির পাশের একটি খালে শিশুরটির দাদা লাশ দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।


এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, গতকাল সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিলো। আজ সকালে তার লাশ পানিতে ভাসতে দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য শিশুটির লাশ সিলেট প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ